তথ্যপ্রযুক্তি

টিকটক-রিলসে ট্রেন্ডিং এআই ড্যান্সিং বেবি ভিডিও, যেভাবে বানাবেন

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত ট্রেন্ডগুলোর একটি হয়ে উঠেছে এআই ড্যান্সিং বেবি ভিডিও। টিকটক, ইনস্টাগ্রাম রিলস ও ইউটিউব শর্টসে ছড়িয়ে পড়া এসব ভিডিওতে দেখা যাচ্ছে-কিউট বেবি চরিত্রগুলো জনপ্রিয় গান ও ভাইরাল মিউজিক ট্রেন্ডের সঙ্গে নিখুঁতভাবে নাচছে। উন্নত এআই মোশন ট্রান্সফার প্রযুক্তি ব্যবহারের ফলে এসব ভিডিও পেয়েছে বাস্তবসম্মত অ্যানিমেশন ও সিনেমাটিক গুণমান।

এআই ড্যান্সিং বেবি ভিডিও মূলত এমন একটি অ্যানিমেশন কনটেন্ট, যেখানে স্থির কোনো বেবি বা শিশুর ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে জীবন্ত করে তোলা হয়। বাস্তব নৃত্যশিল্পীর ড্যান্স মুভমেন্ট কপি করে সেই নাচ বেবি চরিত্রে প্রয়োগ করা হয়। ফলে বেবিরা কেপপ ড্যান্স, টিকটক শাফল কিংবা চলমান ভাইরাল ড্যান্স চ্যালেঞ্জে অংশ নিচ্ছে যা দর্শকের কাছে একই সঙ্গে মজার ও চমকপ্রদ।

যেভাবে তৈরি করবেন এআই ড্যান্সিং বেবি ভিডিও-

১. বেবি ক্যারেক্টার তৈরি বা নির্বাচনপ্রথমে একটি মানসম্মত বেবি চরিত্র তৈরি করতে হবে। গুগল জেমিনি বা অন্যান্য এআই ইমেজ জেনারেটরের মাধ্যমে নিরপেক্ষ ভঙ্গি ও ভালো আলোতে একটি থ্রিডি বেবি ইমেজ তৈরি করা যায়। পিক্সার বা ডিজনি স্টাইলের অ্যানিমেশন এই ক্ষেত্রে বেশি জনপ্রিয়।

২. মোশন ট্রান্সফার টুল নির্বাচনএরপর সেই বেবি চরিত্রটি এআই মোশন ট্রান্সফার টুলে আপলোড করতে হবে, যা বাস্তব নৃত্যের মুভমেন্ট চরিত্রটির ওপর প্রয়োগ করবে।

৩. রেফারেন্স ড্যান্স ভিডিও আপলোডযে ড্যান্স ট্রেন্ডটি বেবিকে দিয়ে করাতে চান, সেই ভিডিওটি রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। এআই এই ভিডিও দেখে হাত-পা নাড়াচাড়া থেকে শুরু করে শরীরের ছন্দ অনুকরণ করে।

৪. অ্যানিমেশন প্রসেস ও ফাইন টিউনিংরেন্ডারিং শেষে মোশন স্ট্রেন্থ ও শরীরের ভারসাম্য ঠিক করে নিতে হয়, যাতে অস্বাভাবিক নড়াচড়া বা বিকৃতি না থাকে।

৫. ভিডিও এডিটিং ও ফাইনাল টাচশেষ ধাপে ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করে ট্রেন্ডিং গান, টেক্সট ও ভিজ্যুয়াল ইফেক্ট যুক্ত করা হয়। বিট ড্রপের সঙ্গে নাচ সিঙ্ক করাই ভাইরাল হওয়ার অন্যতম চাবিকাঠি।

৬. কার্যকর এআই প্রম্পটবিশেষজ্ঞদের মতে, নিখুঁত ফলাফলের জন্য একটি ভালো এআই প্রম্পট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে চরিত্রের মুখাবয়ব, পোশাক ও ব্যক্তিত্ব একই রকম রাখা যায়, যা দীর্ঘমেয়াদে ব্র্যান্ডিং ও ফলোয়ার তৈরিতে সহায়ক।

কীভাবে ভিডিও ভাইরাল করবেনগান ও নাচের ছন্দ নিখুঁতভাবে মিলিয়ে নেওয়া, বেবি চরিত্রে মজার ভয়েস বা স্বতন্ত্র ব্যক্তিত্ব যোগ করা এবং উজ্জ্বল ও ব্যতিক্রমী ব্যাকগ্রাউন্ড ব্যবহার করাই সফলতার মূল কৌশল। একই চরিত্র দিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করলে দর্শকের সঙ্গে একটি সংযোগ তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন, ধারাবাহিকতা ও সৃজনশীলতাই এআই ড্যান্সিং বেবি ভিডিওকে ভাইরাল কনটেন্টে পরিণত করছে।

আরও পড়ুনটিকটককে টেক্কা দিতে ফেসবুকের নতুন ফিচারটিকটকারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা

সূত্র: টাইমস অব ইন্ডিয়া শাহজালাল/কেএসকে/এএসএম