রাজনীতি

ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনার দায়িত্ব নিয়েছেন মামুনুল হক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি চরমোনাই পীর ও তাদের অনুসারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান বৈঠক থেকে বের হলে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনজামায়াত কার্যালয়ে চলছে রুদ্ধদ্বার বৈঠক, রাতে সংবাদ সম্মেলন তদন্তে ‘অসন্তোষ’ জানিয়ে চার্জশিট গ্রহণে বাদীপক্ষের নারাজি 

রাশেদ প্রধান বলেন, আমরা সমঝোতার চূড়ান্ত পর্যায়ে আছি। ইসলামী আন্দোলন সমঝোতায় আছে এটা বলবো না, আবার বের হয়ে গেছে এটাও বলবো না। সবকিছু চূড়ান্ত হবে রাত ৮টায়।

আরএএস/কেএসআর/জেআইএম