লাইফস্টাইল

এই শীতের ট্রেন্ডি নেইল পলিশ ডিজাইন

নারীরা অনেকেই নখে নেইল পলিশ ব্যবহার করেন। এক সময় এটা শুধু নখের ওপর পছন্দর কোনো রঙের প্রলেপেই সীমাবদ্ধ ছিলো। কিন্তু সময়ের সঙ্গে এখন ছোট্ট এই নখের ক্যানভাসে অনেকে ফুটিয়ে তুলছেন রীতিমত শিল্পকর্ম!

স্টাইলে নতুন মাত্রা যোগ করেছে এইসব নেইল ডিজাইন। সময়ের ভিন্নতা ভেদেও বিভিন্ন ধরনের নেইল পলিস ডিজাইন লক্ষ্য করা যায়। প্রত্যেক সিজনের জন্য রয়েছে আলাদা আলাদা ট্রেন্ডি সব নেইল ডিজাইন।

জানুয়ারি মাস শেষের দিকে, শীতের হাওয়া যাই যাই করেও এখনো যায়নি। তাই এই শীতে চাইলে আপনিও বাসায় বসে শীতের ট্রেন্ডি নেইল পলিশ ডিজাইনগুলো ট্রাই করতে পারেন। চলুন জেনে নেয়া যাক এই শীতের ট্রেন্ডি কিছু নেইল ডিজাইন সম্পর্কে-

১. আইসি অ’রা নেইলস ডিজাইন

আইসি অ’রা ডিজাইন মানে হলো এমন এক লুক, যেখানে রঙ বা স্টাইল দেখে মনে হয় যেন হালকা বরফাচ্ছন্ন আলো চারদিকে ছড়িয়ে আছে। এই শীতে আইসি অ’রা ডিজাইন হতে পারে আপনার নখের জন্য পারফেক্ট ডিজাইন।

নখের এই লুক তৈরি করার জন্য প্রথমে নখে নীলাভ রঙের নেইল পলিশ দিয়ে শুকিয়ে নিতে হবে। এরপর প্রথম লেয়ার শুকিয়ে যাওয়ার পর নখের মাঝখানে অল্প অল্প করে ঘুরিয়ে সাদা রঙের নেইল পলিস দিয়ে দিবেন এরপর একটা স্নোফ্লেক্স স্টিকার দিলেই তৈরি হয়ে যাবে আইসি অ’রা নেইল আর্ট।

২. মিল্কি হোয়াইট নেইলস ডিজাইন

মিল্কি হোয়াইট বলতে পুরোপুরি সাদা নয় তবে কিছুটা সাদা ও স্বচ্ছ কিন্তু দেখতে কোমল এমন নেইল লুক বোঝানো হয়। যারা ট্রেন্ডের সঙ্গে তাল মিলাতে চান কিন্তু কোনো ঝামেলা চান না। তাদের জন্য জন্য আদর্শ লুক হতে পারে মিল্কি হোয়াইট নেইলস ডিজাইন। এই লুকের জন্য আপনাকে নেইল আর্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। খুব সহজেই আপনি নিজেই টেক্সচারাল নেইল পলিস কিনে এমন লুক তৈরি করতে পারেন। এই নেইল পলিশ মূলত শীতের স্নিগ্ধ শুভ্রতাকে প্রতিনিধিত্ব করে।

অফিস হোক বা কোনো ইভেন্ট - যেকোনো জায়গায় হালকা রঙের পোশাকের সঙ্গে এই নেইল পলিশ ডিজাইন একদম পারফেক্ট কম্বিনেশন।

৩. ব্লাক ফ্রেঞ্চ নেইল ডিজাইন

ফ্রেঞ্চ টিপ নেইল ডিজাইন বরাবরই ট্রেন্ডে থাকে। আর তা যদি হয় ব্লাক ফ্রেঞ্চ নেইল ডিজাইন, তাহলে তো কথাই নেই। যারা কালো রং পছন্দ করেন তারা চাইলে এই ট্রেন্ডি নেইল ডিজাইন করতে পারেন। মোটামুটি সব রকমের পোশাকের সঙ্গেই এইটি মানিয়ে যায়।

তথ্যসূত্র: ইনস্টাইল ডট কম

সানজানা রহমান যুথী/এএমপি/জেআইএম