খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আবুল হাছানাতকে বিএমইটির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন৩১ আসনে তুমুল লড়াই, কম প্রার্থী পিরোজপুর-১ বেশি ঢাকা-১২ মধ্যরাত থেকে নির্বাচনি প্রচারণা শুরু: ইসি সচিব
অতিরিক্ত সচিব আবুল হাছানাত হুমায়ূন কবিরকে গত বছরের ২৫ ফেব্রুয়ারি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়। তার আগে তিনি সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরএমএম/কেএসআর