নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, আজ (সোমবার) বিকেল ৫টায় নির্বাচন কমিশনে যাবেন এই প্রতিনিধিদল।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে কথা বলবেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি আরও জানান, এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রশাসন ও নির্বাচন কমিশন বিষয়ক উপ-কমিটির সেক্রেটারি আয়মান রাহাত প্রতিনিধিদলে থাকবেন।
তবে ঠিক কি বিষয়ে কথা বলতে যাচ্ছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এনএস/এমআইএইচএস