নোয়াখালীর কারো কাছে টিভি বেচবেন না দোকানদার, কিন্তু কেন?নোয়াখালীর এক লোক ইলেকট্রনিকসের দোকানে যেয়ে দোকানদারকে জিজ্ঞাস করলো: ভাই, এই টিভি টার দাম কত?দোকানদার : আমি নোয়াখালীর লোকের কাছে টিভি বেচিনা।
কিছুক্ষণ পর সে অন্য জামা পরে ঐ দোকানে যেয়ে চিটাগাং এর ভাষায় বললো: ভাই, এই টিভি টার দাম কত?দোকানদার আবার বললো: আমি নোয়াখালীর লোকের কাছে টিভি বেচিনা।
কিছুক্ষণ পর লোকটা আবার বেশ বদল করে এবার সিলেটি ভাষায় একই কথা বললে দোকানদার বেশ বিরক্তির নিয়ে আবার না করলে এবার লোকটি বেশ রেগে গেলেন, আর বললেন: কেন? নোয়াখালীর লোকের কাছে টিভি বেচবেন না কেন?দোকানদার আবার বললো: মাইক্রো ওভেন কে টিভি বলা একমাত্র নোয়াখালীর লোকের দ্বারাই সম্ভব।
****
ওজন কমানোর নিনজা টেকনিকঅনেক দিন পর হোস্টেল থেকে বাড়ি ফিরেছে মৌ। ফ্রিজ খুলে সে দেখে, ফ্রিজের ভেতর ভীষণ সুশ্রী একটি মেয়ের ছবি রাখা।মৌ ছুটে গেল মায়ের কাছে, ‘মা, ফ্রিজের ভেতর একটা সুন্দরী মেয়ের ছবি রাখা দেখলাম।’মা: হুম। এটাকে বলে ‘পিকচার ডায়েট’। যখনই আমি কোনো খাবার নেওয়ার জন্য ফ্রিজ খুলি, মেয়েটাকে দেখলেই আমার মনে হয়, আমাকেও ওর মতো সুন্দরী হতে হবে। তখন আর খাওয়া হয় না।মৌ: বাহ্! দারুণ। তা উপকার পাচ্ছ?মা: পাচ্ছি আবার পাচ্ছি না।মৌ: কেমন?মৌ: আমার ওজন কমেছে আট কেজি। কিন্তু বারবার ফ্রিজ খোলার কারণে তোর বাবার ওজন ১০ কেজি বেড়েছে!
****
দাদুর চশমার পাওয়ার বেশি যে কারণেছেলে: মা, বাবার চোখে চশমা কেন?মা: তুমি বাবার কথা শোনো না যে তাই! যাদের ছেলে কথা শোনে না তাদের এমন হয়।ছেলে: ওহ! এবার বুঝলাম, কেন দাদু ভাইয়ের চোখে এত পাওয়ারের চশমা!
কেএসকে