চাঁপাইনবাবগঞ্জ সদরে ২০টি তাজা হাতবোমাসহ সন্দেহভাজন দুই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। উপজেলার সুন্দরপুরে গোপন বৈঠককালে রোববার রাতে তাদের আটক করা হয়।আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের ইসলামপুর ইউনিয়নের সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে পল্লীচিকিৎসক সাইফুদ্দিন ওরফে সাইফুল ওরফে জামাল (৪০) ও সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা গ্রামের হারুনুর রশিদের ছেলে আবুল কাসেম ওরফে তরিকুল (৩৫)।জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হামিদুর রশিদ বলেন, জঙ্গি হামলার পরিকল্পনার জন্য জেএমবি সদস্যরা জমায়েত হচ্ছে- এমন সংবাদ পেয়ে রাত ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদের নেতৃত্বে সাইফুদ্দিন ওরফে সাইফুল ওরফে জামালের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে ৩০/৩৫ জন পালিয়ে গেলেও সাইফুদ্দিন এবং আবুল কাসেম ওরফে তরিকুলকে ২০টি ককটেলসহ আটক করা হয়। পরে তাদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর বিকেলে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।আব্দুলাহ/এএম/এআরএ/এবিএস