কুষ্টিয়ায় আবু দাউদ হাসান পাপ্পু (২০) নামে এক জঙ্গি ও চরমপন্থী দলের সদস্য ফিরোজকে (৪০) আটক করেছে র্যাব সদস্যরা। এসময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি কাটা রাইফেল, তিনটি পিস্তলের গুলি, ২২টি রাইফেলের গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। আবু দাউদ হাসান পাপ্পু দৌলতপুর উপজেলার কাজীপুর দক্ষিণপাড়া এলাকার সরোয়ার উদ্দিন মন্ডলের ছেলে ও ফিরোজ মিরপুর উপজেলার কাজীপুর মধ্যপাড়া এলাকার হাইজ উদ্দিন প্রামানিকের ছেলে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১২ এর অধিনায়ক (সিও) শাহাবুদ্দিন খান। সংবাদ সম্মেলনে জানানো হয়, সন্দেহভাজন জঙ্গিরা দেশে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন চরমপন্থী দলের সদস্যদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের একটি আভিযানিক দল ভেড়ামারা থানার বকচত্বর এলাকা অভিয়ান চালায়। অভিযানকালে আবু দাউদ হাসান পাপ্পু (২০) নামে এক সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিন রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাপ্পু র্যাবের কাছে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদে চরমপন্থী ফিরোজের কাছ থেকে এসব অস্ত্র সংগ্রহ করেছে এমন তথ্য জানালে র্যাব সদস্যরা তাকে নিয়ে চরমপন্থী ফিরোজের বাড়িতে অভিযান চালায়। এসময় একটি কাটা রাইফেল, ২২টি রাইফেলের গুলি উদ্ধার করে এবং চরমপন্থী ফিরোজকে আটক করে। র্যাব-১২ এর অধিনায়ক (সিও) শাহাবুদ্দিন খান সাংবাদিকদের বলেন, আজকে উগ্রবাদী সন্ত্রাসীর ধর্মের দোহায় দিয়ে বিভিন্ন মানুষকে খুন করে ধর্মে ধর্মে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। এ পরিচয় বাঙালীর পরিচয় নয়। ইসলামের দোহায় দিয়ে এরা বাঙালী জাতিকে বিশ্ববাসীর কাছে ভিন্নভাবে পরিচয় করাতে চায়। সিও শাহাবুদ্দিন খান আরো বলেন, এই অঞ্চলে এক সময় চরমপন্থীর বসবাস ছিল। যারা অস্ত্র নিয়ে মানুষ খুন করতো, হাট, মাঠ, ঘাট দখল করতো এবং টেন্ডার নিয়ন্ত্রণ করতো। র্যাব তার জন্মলগ্ন থেকে চরমপন্থী থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে সাফল্যের সঙ্গে।আল-মামুন সাগর/এআরএ