দুই বাংলার রুপালি পর্দার দুই তারকা শাকিব-শ্রাবন্তী। এবারই প্রথমবার তারা জুটি বেঁধে যৌথ প্রযোজনার ‘শিকারী’ ছবিতে অভিনয় করেছেন। প্রথম ছবিতেই বাজিমাৎ করেছেন জনপ্রিয় এই দুই তারকা। ‘শিকারী’ ঢাকা মাতিয়ে আগামী ১২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে কলকাতায়। সে উপলক্ষে ছবির প্রচারণায় অংশ নিতে বর্তমানে কলকাতায় আছেন শাকিব। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো ভক্তদের সঙ্গে লাইভে আসছেন তিনি। সঙ্গে থাকবেন তার নায়িকা শ্রাবন্তীও।জানা গেছে, শাকিব-শ্রাবন্তীর এই আড্ডায় যে কেউ অংশ নিতে পারবেন। সেজন্য আজ মঙ্গলবার (২৬ জুলাই) ঠিক রাত ৮টায় চোখ রাখতে হবে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের অফিসিয়াল ফেসবুক পেজে। একসঙ্গে লাইভ আড্ডার কমেন্ট বক্সে ভক্তদের মন্তব্যের উত্তর দেবেন শাকিব-শ্রাবন্তী।এনই/এলএ/আরআইপি