কবিরাজির ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনায় কালা ফকির (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। কালা ফকির নেত্রকোনার শ্যামগঞ্জের রেলস্টেশন এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, তিন মাস আগে কালা ফকির গৌরীপুর উপজেলার কলদবাড়ি গ্রামের হারেছ উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (২৫), একই এলাকার হাসেম মুন্সির ছেলে মাসুদ মিয়া (৩০) ও পারভেজ, শামীম নামের কয়েকজন যুবকের কাছ থেকে এক মেয়েকে জাদু করে ভাগিয়ে এনে দেওয়ার কথা বলে চার হাজার টাকা নেয়। কিন্তু কোনো কাজ না হওয়ায় আজ কালা ফকিরের কাছে তারা টাকা ফেরত চায়। এ সময় কথা কাটাকাটি হলে যুবকরা কালা মিয়াকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ ঘটনায় আজিম উদ্দিন ও মাসুদ মিয়াকে আটক করেছে গৌরীপুর থানা পুলিশ। কামাল হোসাইন/এসএস/পিআর