দেশজুড়ে

কেন্দুয়ায় মাদরাসা ছাত্রীকে অপহরণের অভিযোগ

নেত্রকোনার কেন্দুয়ায় অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা শুক্রবার বিকালে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, উপজেলার ভরাপাড়া ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির এক ছাত্রী গত ২৭ জুলাই মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। সরকারি কাঁচা রাস্তার ওপর পৌঁছা মাত্রই পূর্ব থেকে সিএনজি নিয়ে ওঁৎপেতে থাকা ডাউকি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলী হোসাইন তার তিন সহযোগী নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক মুখে গামছা চাপা দিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ সময় ওই ছাত্রীর সঙ্গে থাকা এক সহপাঠী আতঙ্কগ্রস্ত হয়ে দৌঁড়ে গিয়ে অপহৃত ছাত্রীর অভিভাবকদের বিষয়টি জানায়। অপহৃত ছাত্রীর বাবা আনিছুল হক জাগো নিউজকে জানান, এই ঘটনায় থানায় মামলা করলে আমার মেয়ের মরদেহ উপহার দেবে বলে আলী হোসাইন মোবাইলে আমাকে হুমকি দিচ্ছে। এ ব্যাপারে কেন্দুয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব শনিবার দুপুরে জানান, আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।কামাল হোসাইন/এএম