ভোলা জেলা সরকারি চরফ্যাশন কলেজ কমিটি গঠনের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে এ ১৫জন আহত হয়। আহতদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হচ্ছে, নাহিদ, জোবায়ের, মনির, রাকিব, জোবার হোসেনসহ অন্তত ১৫ জন। দ্বিতীয় বর্ষের ছাত্র নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর কলেজ ছাত্রলীগের কমিটি গঠিত হয়। ওই সময় শিপনকে সভাপতি আর আমিনুল সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। মূলত এরা হচ্ছে সোলায়মান গ্রুপের সদস্য। অপরদিকে কলেজ কমিটি নির্বাচনে ইমনগ্রুপ অর্থাৎ রাফি ও ছোটন মুন্সির গ্রুপ পরাজিত হয়। মূলত ওই কমিটিকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। একাদশ শ্রেণির ক্লাস শুরু হলে উভয় গ্রুপ ক্যাম্পাসে প্রতিদিন মহড়া দেয়।মঙ্গলবার রাফি ও ছোটন বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে আসে এবং মহড়া দেয়। এতে শিপনগ্রুপ তাদের বাধা দেয়। এ নিয়েই সংঘাত শুরু হয়। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়। কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল জানান, এটা কলেজের কোনো বিষয় নয়। ছাত্রলীগের দুই গ্রুপের বিষয়। তাদের সংঘাত পরিস্থিতির তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। চরফ্যাশন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতের সূত্রপাত হয়। পুলিশ অভিযান চালিয়ে ক্যাম্পাস এলাকা থেকে ৭টি কিরিস, রড উদ্ধার করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।অমিতাভ অপু/এএম/আরআইপি