ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গণধর্ষণ মামলার অভিযুক্ত আসামি বাদল মিয়াকে (৩৫) গ্রেফতার করে ছেড়ে দেয়ার পর আবারো গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে ছেড়ে দেওয়ার পর রাত ১২টার দিকে তাকে আবারো গ্রেফতার করা হয়। পরে শুক্রবার সকালে তাকে সেই গণধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।জানা যায়, উপজেলার সেনারবাদি গ্রামের সফু মিয়ার ছেলে বাদল মিয়াকে গত বুধবার রাতে পৌর এলাকার একটি রেলওয়ে কলোনির সামনে থেকে আটক করে আখাউড়া থানার পুলিশ। তিনি গত বছরের ৯ জুলাই আখাউড়া থানায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলার আসামি। গত ২০ নভেম্বর পুলিশ এ ঘটনায় যে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে এর মধ্যে বাদল মিয়ার নাম রয়েছে দুই নম্বরে। তবে বিশেষ মহলের তদবিরের কারণে রফাদফায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাদলকে ছেড়ে দেয়া হয়।এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তৎপর হয়ে ওঠে পুলিশ। গণধর্ষণ মামলার আসামি ছেড়ে দিল পুলিশ` শিরোনামে জাগোনিউজেও একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনার পর রাতে উপজেলার সীমান্তবর্তী বাউতলা এলাকা থেকে ফের বাদল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।এ ব্যাপারে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার জাগো নিউজকে বলেন, প্রথমে ধরে আনার পর বাদল তার পরিচয় গোপন রেখেছিল। পরে খোঁজ নিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর আবার তাকে গ্রেফতার করা হয়। পরে গণধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।আজিজুল সঞ্চয়/এমএএস/এবিএস