বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করতে নেমে রনি হোসাইন (২০) নামে এক বিবিএ’র ছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার বিকেলে যমুনা নদীর কালিতলা গ্রোয়েন বাঁধের এলাকায় এই ঘটনা ঘটে।নিখোঁজ রনি বগুড়া শহরের মালগ্রামের বাসিন্দা। তিনি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র। স্থানীয়রা জানান, বিকেলে ছাব্বির হোসেনসহ আরো কয়েকজন বন্ধুর সঙ্গে সারিয়াকান্দিতে বেড়াতে আসেন রনি। এ সময় তারা যমুনায় গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতে রনি ও ছাব্বির ভেসে যান। পরে স্থানীয়রা ছাব্বিরকে উদ্ধার করতে পারলেও রনি নিখোঁজ হন। খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে রনিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।সারিয়াাকান্দি থানা পুলিশের ওসি এএসএম ওয়াহেদুজ্জামান জানান, ওই ঘাটে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিল। বর্তমানে যমুনায় প্রবল স্রোতের কারণে স্থানীয় ও পুলিশ সদস্যরা ওই যুবকদেরকে গোসল করতে না নামার পরামর্শ দেয়। কিন্তু তারা সেই পরামর্শ উপেক্ষা করে একযোগে নদীতে ঝাঁপ দেয়। নিখোঁজ ছাত্রকে উদ্ধার করতে দমকল বাহিনির ডুবুরিরা কাজ করছে। লিমন বাসার/এমএএস/এমএস