অলিম্পিকের আসরে একটি সোনার জন্য লড়াই করছে ব্রাজিল। যা এখনো পর্যন্ত তাদের কাছে অধরা। যে নেইমারে ভরসা করছে সেলেকাওরা, সেই তিনি প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামের প্রতি সুবিচার করতে পারেননি, ছিলেন নিজের ছায়া হয়ে। গ্রুপপর্বের ওই ম্যাচে গোলশূন্যভাবে ড্র করেছিল ব্রাজিল। পয়েন্ট হারিয়ে অনেকটা হতাশ ব্রাজিল শিবির। এখন সামনের ম্যাচগুলোতে আরো ধারালো নেইমারকে চাইছেন অলিম্পকে ব্রাজিলের কোচ মিকেল। নেইমারকে নিয়ে ব্রাজিল বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেইমারকে দেখা যায়নি সেরা ছন্দে। মৌসুমের এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ। সেজনই হয়তো ছন্দ ছিল না নেইমারের। আমি বিশ্বাস করি, পরের ম্যাচ দুটোতে (গ্রুপপর্বের) আরো ধারালো নেইমারকে পাব আমরা।’তিনি আরো বলেন, ‘শারীরিক সক্ষমতা আর দক্ষতা নেইমারের ঈশ্বর প্রদত্ত। এ কারণে সে দ্রুত ভালো অবস্থায় ফিরতে পারবে বলে আমি আশাবাদী।’এনইউ/আরআইপি