দেশজুড়ে

রংপুরে বাসচাপায় নিহত ১

রংপুরে যাত্রীবাহী বাসচাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। সোমবার বিকেল ৩টার দিকে নগরীর উত্তম হাজিরহাট এলাকার মুচিরমোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহরাব হোসেন (৩৮) উত্তম হাজিরহাট এলাকার আব্দুস সামাদের ছেলে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে ৩টার দিকে সৈয়দপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী এম ট্রাভেলস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি চায়ের দোকানে ঢুকে যায়। এসময় বাসটি চায়ের দোকানের সামনে থাকা সোহরাব হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং সেখানে দাঁড়িয়ে থাকা একই এলাকার অটোরিকশা চালক শহিদার রহমানসহ (৪৫) আরো একজন আহত হন। এদের মধ্যে শহিদারের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এদিকে দুর্ঘটার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-সৈয়দপুর মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে এবং বিভিন্ন যানবাহনে ভাঙচুর চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।সহকারি পুলিশ সুপার সার্কেল (এ) আতাউর রহমান দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।জিতু কবীর/এফএ/এবিএস