অর্থনীতি

বাণিজ্যিক ব্যাংকে যুক্ত হলো সীমান্ত ব্যাংক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত সীমান্ত ব্যাংকে তফসিলি বা বাণিজ্যিক ব্যাংকে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭টিতে। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় চলতি বছরের ১ আগস্ট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৩৭ (২) (এ) এ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২১ জুলাই ২০১৬  বৃহস্পতিবার হতে সীমান্ত ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংকরূপে তালিকাভুক্ত করা হলো।নতুন এ সীমান্ত ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা।জানা গেছে, সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত ট্রাস্ট ব্যাংকের আদলে সীমান্ত ব্যাংক স্থাপন করেছে বিজিবি। এ ব্যাংকের কার্যক্রমও হবে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতোই। তবে ব্যাংকে চাকরি ও ঋণের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন বিজিবির কর্মকর্তা ও কর্মচারীসহ তাদের পরিবারের সদস্যরা। এসআই/এএইচ/আরআইপি