শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামান্তসার ইউনিয়নের চর সামান্তসার গ্রামে আয়না বেগম (১৯) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার রাতে চর সামান্তসার গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি জীবননেসাকে থানায় নিয়ে গেছে পুলিশ।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার চর শিধলকুড়া গ্রামের আয়নাল ফকিরের মেয়ে আয়না বেগমের সঙ্গে গোসাইরহাট উপজেলার চর সামান্তসার গ্রামের মৃত আলাউদ্দিন মাদবরের ছেলে জসিম মাদবরের দেড় বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী জসিম মাদবর ও শাশুড়ি জীবননেছা বেগম আয়নার উপর শারীরিক ও মানুসিক অত্যাচার করতো।এরই জের ধরে বুধবার রাতে আয়নাকে তার স্বামী ও শাশুড়ি শ্বাসরোধ করে হত্যার পর ঘরের চালের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে আয়না আত্মহত্যা করেছে বলে তার পরিবারকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আয়নার শাশুড়ি জীবননেছাকে থানায় আনা হয়েছে।ছগির হোসেন/এফএ/আরআইপি