দেশজুড়ে

অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও মোবাইল ফোনে ছড়িয়ে দেয়ার অভিযোগে নয়ন বাড়ৈ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে।পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে নয়নকে আদালতে সোপর্দ করা হয়। নয়ন বাড়ৈ উপজেলার বারপাইকা গ্রামের রবি বাড়ৈর ছেলে।আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) প্রায়ই বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল নয়ন বাড়ৈ। কুপ্রস্তাবে স্কুলছাত্রী রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় নয়ন। এর জেরে সম্প্রতি একটি অশ্লীল ভিডিও এডিট করে স্কুলছাত্রীর ছবি জুড়ে দিয়ে বিভিন্ন ফোনের মাধ্যমে তা এলাকায় ছড়িয়ে দেয় নয়ন। ঘটনা জানতে পেরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার রাতে নয়নকে অভিযুক্ত করে আগৈলঝাড়া থানায় পর্নোগ্রাফি আইনের ২০১২ এর ৮(২) ধারায় মামলা করেন। মামলা নং-৬ (১০.৮.১৬)। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নয়নকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ওই অশ্লীল ভিডিওসহ একটি মোবাইল ফোনও জব্দ করেন তিনি। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।          সাইফ আমীন/এআরএ/পিআর