দেশজুড়ে

মির্জাপুরে চার গ্রামে বিদ্যুৎ নেই ৪ দিন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চার গ্রামে গত চারদিন ধরে বিদ্যুৎ নেই। এতে চারটি গ্রামের প্রায় দু’শতাধিক পরিবার অন্ধকারে রয়েছেন। চারদিন ধরে বিদ্যুৎবিহীন গ্রামগুলো হলো, উপজেলার ছিটমামুদপুর, শিরঘাটা. তরফপুরের চকবাজার এলাকা ও বাঁশতৈল পশ্চিম অংশ। জানা যায়, ওই গ্রাম চারটির দু’শতাধিক পরিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সখিপুর উপজেলা আঞ্চলিক অফিস থেকে নিয়মমাফিক সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার বিকেল থেকে ওই চার গ্রামে হঠাৎ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এ ব্যাপারে সখিপুর উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী সাহাদাৎ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে লাইনম্যান খোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাঁশতৈল এলাকায় একটি খুটি ভেঙে যাওয়ায় চার দিনধরে বিদ্যুৎহীন রয়েছে ওই চারটি গ্রাম।  কবে নাগাদ গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদারের মাধ্যমে কাজ করতে হবে। একটু বিলম্ব হতে পারে।আরিফ উর রহমান টগর/এএম/পিআর