ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরতে নাকাল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিজেকে আড়ালে রেখেছেন তিনি। কিন্তু বুধবার ভাগ্নে আলি শাহ পারকারের বিয়েতে স্কাইপির মাধ্যমে অংশ নেবেন তিনি। স্কাইপিতে ভাগ্নের বিয়ের অনুষ্ঠান পর্যবেক্ষণ করবেন তিনি। দাউদ ইব্রাহিমের ভাগ্নে আলি শাহ পারকারের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মুম্বাইয়ের রসুল মসজিদে। ছোট বোন হাসিনার একমাত্র ছেলে আলি শাহর বিয়ের অনুষ্ঠানে সঠিকভাবে নজরদারি চালানোর পরামর্শ দিয়েছেন তিনি। বিয়ের রীতি সম্পন্ন হওয়ার পর, আগামীকাল বিকেলে জুহুর টিউলিপ স্টার হোটেলে রিসেপশনের আয়োজন করা হয়েছে৷ দাউদের ভাই, বোন এবং পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পেশায় নির্মাণ ব্যবসায়ী আলি শাহ মুম্বাইয়ের মেমন গোষ্ঠীর মেয়ে আয়েশা নাগানিকে বিয়ে করছেন। মুম্বাইয়ের ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, বিয়ের অনুষ্ঠানে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের কোনো সহযোগী আসেন কিনা সেবিষয়ে নজর রাখবে এক ডজনেরও বেশি পুলিশ সদস্য। এসআইএস/এবিএস