ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বিঞ্চপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রী পারভীনের মৃত্যুর পর তার স্বামী শহিদুল হকেরও মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে সকালে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই শহিদুল হকের স্ত্রী পারভীনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়ে আশিরুল নামে আরেকজন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বসতভিটার ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাতো ভাই নবাব ও দুলালের সঙ্গে পারভীনের বিরোধ ছিল। সকালে পারভীন বাড়ির পাশে ছাই ফেলতে গেলে পেছন থেকে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করলে এ হতাহতের ঘটনা ঘটে।এ ব্যাপরে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে মামলার প্রক্রিয়া চলছে।মো. রবিউল এহসান রিপন/বিএ