বুধবার নৌযান চলাচল বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকেই নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে।বিআইব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, বুধবারের মতো দমকা হাওয়া না থাকায় বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণাঞ্চলের অন্যতম নৌরুট শিবচরের কাওড়াকান্দি-শিমুলিয়ায় লঞ্চ, স্পিডবোট, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার নৌযান চলাচল বন্ধ থাকার কারণে বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে এই নৌরুটে। তাছাড়া কাওড়াকান্দি ঘাটে আটকে থাকা পণ্যবাহী পরিবহনগুলোও সকাল থেকে পার হচ্ছে বলে ঘাট সূত্রে জানা গেছে। তাছাড়া প্রায় দুই শতাধিক পরিবহন এখনো আটকে আছে কাওড়াকান্দি ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে।কাওড়াকান্দি লঞ্চ ঘাট সূত্রে জানা গেছে, সকাল থেকেই ছোট-বড় লঞ্চ চলাচল শুরু করেছে। গতকাল সারাদিনই লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রীদের ভীড় বেড়েছে।বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন,‘সকাল থেকে সকল নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। তাছাড়া ঘাটে কিছু পরিবহন আটকে থাকলেও আবহাওয়া অনুকূলে থাকলে যানজটের চাপ কমে আসবে।’নাসিরুল হক/এসএস/আরআইপি