শিক্ষা

রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার পাশের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছেলেরা।বৃহস্পতিবার দুপুর ১টায় রাজশাহী শিক্ষাবোর্ড অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ।  এ বছর পাস করেছে মোট ৭৫ দশমিক ৪০ শতাংশ। যা গতবার ছিল ৭৭ দশমিক ৫৪ শতাংশ। এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩ জন শিক্ষার্থী। যা গতবার ছিল ৫ হাজার ২৫০ জন। রাজশাহী বোর্ডে এবার এক লাখ ১৫ হাজার ৭৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬৩ হাজার ৭০৬ জন ছাত্র ও ৫২ হাজার ৭৪  ছাত্রী ছিল। মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা ৮৭ হাজার ৩০১ জন। যাদের মধ্যে ৪৬ হাজার ৩১৮ জন ছাত্র ও ৪০ হাজার ৯৮৩ জন ছাত্রী।শাহরিয়ার অনতু/এফএ/আরআইপি