দেশজুড়ে

নাইক্ষ্যংছড়িতে গাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে গাছ থেকে পড়ে সুফিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।সোমবার বিকালে ইউনিয়নের ডলুঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া ওই গ্রামের মোহাম্মদ খলিলের স্ত্রী। বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু মুসা বলেন, সকালে লাকড়ি সংগ্রহে একটি উঁচু গাছে উঠলে অসাবধানতাবশত সুফিয়া গাছ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সৈকত দাশ/এএম/পিআর