জাতীয়

পদ্মার পানি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা

বাংলাদেশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্মকর্তারা। এর প্রভাবে রাজশাহী অঞ্চলে নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ায় মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভারত ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ার কারণে সেই পানি চলে আসছে বাংলাদেশের পদ্মা নদীতে। পদ্মা নদীতে পানি এখন বিপদসীমা ছুঁই ছুঁই করছে।কর্মকর্তারা বলছেন, প্রতি তিন ঘন্টায় দুই সেন্টিমিটার করে পানি বাড়ছে। যে গতিতে পানি বাড়ছে, তা অব্যাহত থাকলে আগামী ৪৮ঘন্টার মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করবে। রাজশাহী থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এস এম আলী মোর্তুজা জানিয়েছেন, রাজশাহীর শহর রক্ষা বাঁধ নিয়ে এখনও অতংকিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে তারা মনে করছেন।তবে এই বাঁধ নিয়ে শহরটিতে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পদ্মা নদীর পানি বাড়ার সাথে সাথে এর প্রধান শাখা গড়াই নদেও পানি বাড়ছে। এর প্রভাবে রাজশাহী অঞ্চল থেকে শুরু করে পাবনা অঞ্চল পর্যন্ত নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে। বিবিসি বাংলা।এসআইএস/পিআর