মিশু সাব্বির ও শবনম ফারিয়ার প্রেম বেশ জমে গেছে। পাগলের মতো একে অপরকে ভালোবাসেন তারা। স্বপ্ন দেখেন ঘর বাঁধার। আর এই বিষয়টি তাদের দুই পরিবারের মধ্যে জানাজানি হয়ে গেলে তারা মিশু-ফারিয়ার এই প্রেম মেনে নিতে আপত্তি জানায়।শত অনুরোধ শেষে উপায় না পেয়েও প্রেমিকা ফারিয়াকে ফিরে পেতে প্রেমিক মিশু হাল ছেড়ে দেননি। দুই পরিবারকে তাদের প্রেমের সম্পর্ক মেনে নিতে বাধ্য করতে নতুন বুদ্ধি আঁটেন।ফারিয়াকে পেতে অনশনে বসে যান মিশু! সেটা আবার ফারিয়ারই বাড়ির সামনে। কিন্তু ফারিয়ার কিছু করার নেই। একদিকে পরিবার, অন্যদিকে প্রেমিক। কঠিন দ্বিধায় পড়ে যান তিনি। আবার অনশন করতে গিয়ে একসময় মিশু নিজেই বিপাকে পড়েন। গল্পে এমন পর্যায়ে ঘটবে বাঁক বদল। রোমান্টিক-কমেডি ধাঁচের এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘লেগে থাকো রোমিও’। নাটকটি পরিচালনা করছেন সাজ্জাদ সুমন। সোমবার (২৯ আগস্ট) রাজধানীর উত্তরার হইচই শুটিং হাউজে নাটকটির নির্মাণ কাজ চলছে। নাটকটি প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, ‘নাটকের গল্পটা দারুণ। ঈদে দর্শকদের জন্য নাটকটি বাড়তি বিনোদন হবে বলে আমি মনে করি। পরিবার-বন্ধু সবাইকে নিয়ে বসে দেখার মত একটি নাটক এটি। আশা করি নাটকটি সবাই দেখবেন।’ নাটকে মিশু-ফারিয়া ছাড়াও আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফারুক আহমেদ, আনন্দ খালেদ, শিখা খান, আরফান, মিলন ভট্ট প্রমুখ। আগামী ঈদে নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে। এনই/এলএ/এমএস