বিনোদন

প্রথমবারের মতো টেলিভিশনে রিয়াজ-মাহির কৃষ্ণপক্ষ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন নির্মাণ করেছেন ‘কৃষ্ণপক্ষ’। ছবিটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন দুই প্রজন্মের দুই তারকা রিয়াজ ও মাহি। ছবিটি গেল ফেব্রুয়ারিতে সারাদেশে মুক্তি পাবার পর বেশ প্রশংসিত হয়েছে। এবার টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ‘কৃষ্ণপক্ষ’। ঈদুল আজহায় চ্যানেল আইতে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে ছবিটি। এখানে রিয়াজ ও মাহি ছাড়া আরো অভিনয় করেছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, আরফান আহমেদ, তারিক স্বপন, পাভেল আজাদ, ফারুক আহমেদ, কাদের চৌধুরী, পূজা ও স্বাধীন খসরু প্রমুখ। ছবিটির টেলিভিশনে প্রিমিয়ার প্রসঙ্গে চিত্রনায়িকা মাহি জাগো নিউজকে মঙ্গলবার ফেসবুকে বলেন, ‘এটা অবশ্যই খুশির খবর। নানা কারণে কৃষ্ণপক্ষ ছবিটি দেশের সব দর্শকদের কাছে পৌঁছায়নি। এ নিয়ে দর্শকদের অভিযোগ ছিলো। এবারে সবার আক্ষেপ ঘুচতে চলেছে। আশা করি ঈদের দ্বিতীয় দিন সবাই চ্যানেল আইতে উপভোগ করবেন ‘কৃষ্ণপক্ষ’।এদিকে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘এই ঈদে মোট নতুন ৬টি ছবির প্রিমিয়ার হতে যাচ্ছে। তারমধ্যে কৃষ্ণপক্ষ একটি। হুমায়ূন আহমেদের গল্প বলেই এই ছবিটি নিয়ে দর্শকদের অনেক আগ্রহ। সে ভাবনা থেকেই আমরা এটির প্রিমিয়ার করতে যাচ্ছি।’জানা গেছে, কৃষ্ণপক্ষ ছাড়াও আসছে কোরবানী ঈদে প্রথমবারের মতো টিভিতে প্রচার হবে পরীমনি অভিনীত ‘মহুয়া সুন্দরী’ চলচ্চিত্রটি। এর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় রওশন আরা রোকসানা সরকার। এটি প্রচার হবে ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে।ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে গৌতম ঘোষের পরিচালনায় প্রসেনজিৎ ও কুসুম শিকদারের ছবি ‘শঙ্খচিল’। ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে হলিউডের ছবি ‘ডাই হার্ড’। হলিউডের আলোচিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জন ম্যাকটিয়েরনান। ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক দেখতে পাবেন ‘মুসাফির’ ছবিটি। এর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশিকুর রহমান আশিক। অভিনয়ে আরেফিন শুভ, মারজান জেনিফা, মিশা সওদাগর, প্রসূন আজাদ, শিমুল খান, আফজাল শরীফ, টাইগার রবিসহ অনেকে। সর্বশেষ ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে ‘পৌষ মাসের পীরিতি’ চলচ্চিত্রটি প্রচার হবে। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নার্গিস আক্তার। এখানে অভিনয় করেছেন পপি, টনি ডায়েস, আহমেদ রুবেল ও আরো অনেকে। এলএ/এমএস