দেশজুড়ে

ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের ফাঁসি

বাগেরহাটের মোড়েলগঞ্জে জমি ও চিংড়ি ঘের সক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভবসিন্ধু বৈরাগীকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপর আসামি ভবসিন্ধু বৈরাগীর স্ত্রী আঁখি বৈরাগীকে বেকসুর খালাস দেয়া হয়। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল করিম এ রায় দেন। তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভবসিন্ধু বৈরাগী পলাতক।মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১৭ মার্চ সকালে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ডেউয়াতলা গ্রামের মৃত অমূল্য বৈরাগীর ছোট ছেলে অখিল বৈরাগীকে (১৭) জমি ও চিংড়ি ঘের সক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ভবসিন্ধু বৈরাগী পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের চাচাতো ভাই গুরুদাস বৈরাগী বাদী হয়ে ভবসিন্ধু বৈরাগী ও ভবসিন্ধু বৈরাগীর স্ত্রী আঁখি বৈরাগীকে আসামি করে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামরা করেন। এই দুই আসামির নামে ওই বছরের ১১ জুন মোড়েলগঞ্জ থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. সিতারানী দেবনাথ ও আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন ড. একে আজাদ ফিরোজ টিপু।শওকত আলী বাবু/এফএ/এবিএস