ভারতে পাচারকালে ১৬ কেজি ৩১৮ গ্রাম স্বর্ণেরবারসহ ওলিউজ্জামান নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য ৬ কোটি ৩৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক ওলিউজ্জামান কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকার শফিকুল ইসলামের ছেলে।বিজিবির তলুইগাছা ক্যাম্প অধিনায়ক সুবেদার আবুল কাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার আকরাম হোসেনের নেতৃত্বে তাকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেলের টুলবক্স, সিটসহ শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১৬ কেজি ৩১৮ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়।তিনি আরো জানান, আটক চোরাকারবারী ওলিউজ্জামান জানিয়েছেন তিনি একজন বাহক মাত্র। মজুরি হিসেবে পেয়েছেন এক হাজার টাকা। কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের মহিদুল মেম্বার, রুস্তম আলি ও ফিরোজ হোসেন শুক্রবার সকালে তার কাছে এই সোনা দেয়। কেড়াগাছি সীমান্তের ঘাটে ভারতের তারালির সোনা চোরাকারবারী তাপসের স্ত্রীর হাতে তুলে দেয়ার কথা ছিল।সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ লোকমান হামিদ জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বারের বাজার মূল্য ৬ কোটি ৩৪ লাখ টাকা। আকরামুল ইসলাম/এআরএ/এমএস