মালয়েশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিব আনসারকে বেদম মারধর করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। হঠাৎ পাঁচ ব্যক্তি ইব্রাহিম সাহিবের ওপর হামলা করে তাকে মারধর করে। সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে। খবর স্টার অনলাইনের। মালয়েশিয়া কর্তৃপক্ষ বলছে, হামলার ঘটনায় রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিব আনসার আহত হয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয়।সামাজিক মাধ্যমে হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিও প্রকাশের পর তা রীতিমত ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা গেছে, হলুদ শার্ট পরিহিত শ্রীলঙ্কার রাষ্ট্রদূতকে একদল লোক টেনে এনে বেদম মারধর করছে। তাকে কিল, ঘুষি ও লাথিও মারতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, সোমবারের ওই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। তবে ওই পাঁচজনের পরিচয় জানানো হয়নি। টিটিএন/পিআর