দেশজুড়ে

খুলে দেয়া হলো বান্দরবান পর্যটন মোটেল

ভ্যাট বা মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকিতে বন্ধ হয়ে যাওয়া বান্দরবান পর্যটন মোটেল খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কর কমিশনের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কর কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়া পর্যটন মোটেল সূচনালগ্ন থেকে কোনো ধরনের কর পরিশোধ করেনি। চলতি বছরের মার্চ মাসে মূসক ফাঁকির বিষয়ে উচ্চ আদালতে রিট করে প্রতিষ্ঠানটি। তবে উচ্চ আদালত ৩৩ লাখ ৬৬ হাজার ৫৪৮ টাকা পরিশোধের জন্য রায় দেয়। রায়ের পরে অর্থ পরিশোধের জন্য কয়েকবার মোটেল কর্তৃপক্ষকে নোটিশ দেয়া হলেও তারা তা পরিশোধ করেনি। আর মূসক পরিশোধ না করায় বুধবার বিকেলে মূল ফটকে সিলগালা করে দেয়া হয়।বান্দরবান পর্যটন মোটেল ব্যবস্থাপক মো. সাইফুল্লাহ বলেন, চট্টগ্রাম কর কমিশনে মূসক পরিশোধের জন্য আবেদন করেছি। বিকেলে আগ্রাবাদের সোনালী ব্যাংকের শাখায় গিয়ে আট লাখ টাকা জমা দেয়া হয়েছে। বকেয়া টাকা কিস্তিতে পরিশোধ করা হবে বলে আবেদনপত্রের মাধ্যমে জানিয়েছি। পর্যটন মোটেল খুলে দেয়া হয়েছে জানিয়ে বান্দরবানের সহকারী কমিশনার ইয়াছমিন বেগম বলেন, মোটেল কর্তৃপক্ষ আট লাখ টাকা পরিশোধ করার পরে সন্ধ্যা ৬টায় খুলে দেয়া হয়েছে। বকেয়া টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করবে বলে কমিশনে আবেদনপত্র জমা দিয়েছে। সৈকত দাশ/এআরএ/পিআর