পুত্র কন্যাকে সঙ্গে নিয়ে নড়াইলে ঈদুল আজহার নামাজ আদায় করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।এছাড়া নড়াইল জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে আত্মীয় স্বজন-বন্ধু-বান্ধবদের সঙ্গে ঈদের কোলাকুলি ও কুশল বিনিময় করেন টাইগার এই অধিনায়ক। পরে গ্রামের বাড়ি সদর উপজেলার চারিখাদা গ্রামে যান গরু কোরবানির জন্য। দেশবসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস। হাফিজুল নিলু/এমআর/এমএস