সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠেছে মালয়েশিয়া। খেলার ৫১ মিনিটে মালয়েশিয়ার কুমাহরানের একমাত্র গোলে স্বপ্নের ফাইলের দেখা পেল মালয় বাহিনী।খেলার প্রথমার্ধের ৪৫ মিনিটে দারুণ লড়াই করেও গোলের দেখা পায়নি মালয়েশিয়া। ফলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ডার কুমাহরান গোল করে এগিয়ে নেন কালো-হলুদ জার্সিধারীদের। তার এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। মালয়েশিয়াকে টিকেট পাইয়ে দেয় ফাইনালের।‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে গোল্ড কাপের শেষ চারে জায়গা করে নেয় মালয়েশিয়া। উদ্বোধনী ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশকে ১-০ গোলে হারানোর পর শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারায় তারা।থাইল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে গোল্ড কাপ শুরু করেছিল সিঙ্গাপুর। তবে বাহরাইনের বিপক্ষে ড্র করায় ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নেয় দলটি।শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় গোল্ড কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও থাইল্যান্ড।আরআই