জাতীয়

বিএনপি আইএসের মতো মানুষ মারছে : প্রধানমন্ত্রী

বিএনপি ও তার নেত্রী আইএসের মতো জঙ্গি কায়দায় মানুষ মারছে। তারা মানুষের ভালো দেখতে পারেন না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দেখে তাদের সহ্য হচ্ছে না। আর সেজন্য দেশের মানুষ পুড়িয়ে মারছে। এ সব সহিংসতার টাকা তারা কোথা থেকে পাচ্ছে? শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী এসময় পরীক্ষার মধ্যে কর্মসূচি না দিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দলের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করছেন। গণতন্ত্র নিয়ে কথা বলছেন। আর তিনি (খালেদা জিয়া) মানুষ পুড়িয়ে মারার নির্দেশ দিয়ে যাচ্ছেন। যাকে পুত্রশোকও ছুঁয়ে যায় না, তাকে অবরোধ-সহিংসতায় মানুষের মর্মান্তিক মৃত্যু টলাবে কী করে?এএইচ/পিআর