ঢালিউডের দুই জনপ্রিয় মুখ সাইমন ও ববি। প্রথমবার তারা জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন শফিক হাসান পরিচালিত `স্বপ্ন ছোঁয়া` ছবিতে। প্রথম ছবিতেই রোমান্টিক জুটি হিসেবে পর্দায় আসেন তারা। মুক্তির পরে ছবিটি বেশ আলোচিতও হয়। নতুন করে আবারও রোমান্সে মাতলেন হালের এই দুই তারকা। তবে বাস্তবে নয়। সম্প্রতি ইফতেখার চৌধুরী পরিচালিত মুক্তিপ্রতীক্ষিত ছবি `অ্যাকশন জেসমিন` এর `বলো না আমায়` শিরোনামে একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটির বেশকিছু দৃশ্যে ববি এবং সাইমনকে বেশ রোমান্টিক অবস্থায় দেখা গেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুন দুই সঙ্গীতশিল্পী নওমি ও তাসিফ।উল্লেখ্য, `অ্যাকশন জেসমিন` ছবিটির শ্যুটিং শুরু হয় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর। অ্যাকশন জেসমিন ছবিটি ভারতীয় সিনেমা Rowdy Rathore এর রিমেক বলে পরিচালক ইফতেখার চৌধুরী তার ফেসবুক পেইজে জানান।এইচএন/এমএস