আজকের শিশু আগামী দিনের ভবিষৎ আর নয় শিশু শ্রম এবার চাই শিক্ষা এ স্লোগান নিয়ে দিনাজপুর জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে দেশ ভ্রমণে বের হয়েছেন উদীয়মান তরুণ শিক্ষার্থী নাসিম তালুকদার।শনিবার সকাল ৯টায় দিনাজপুর জিরো পয়েন্ট থেকে দেশ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। প্রতিদিন তিনি গড়ে ৩৫-৪০কি.মি. রাস্তা হেঁটে যাবেন। পায়ে হেঁটে দিনাজপুর, বিরামপুর হয়ে ১৩০ দিনের দেশ ভ্রমণ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়ে দিনাজপুরে সমাপ্ত করবেন। দিনাজপুর কেবিএম কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করা শির্ক্ষার্থী মো. নাসিম তালুকদার জানান, ২০০৬ সালের আর্ন্তজাতিক শ্রম সংস্থার হিসেব অনুযায়ী দেশে প্রায় ৭৪ লাখ শিশু, শিশু শ্রম বাজারের বিভিন্ন কর্মস্থলে নিয়োজিত রয়েছে। এদের মধ্যে ১৩ লাখ শিশু অধিক ঝুঁকিপূর্ণ কাজে রয়েছে বলে জানা গেছে। তবে বেসরকারি পরিসংখ্যানের হিসাবে দেখিয়ে বলা হয়েছে, দেশে শিশু শ্রমিকের সংখ্য রয়েছে ৭০ লাখ আর ঝুঁকিপূর্ণ শিশু শ্রমিকের কাজ করছে ১৫ লাখ। সরকারের নিয়ম অনুযায়ী ১৪ বছরের নিচের শিশুরা কেউ কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারবে না অথচ এটি বাস্তবায়নের কোনো লক্ষণই দেখা যায় না। তিনি জানান, শিক্ষা ও খেলাধুলা থেকে দূরে রয়েছে এমন শিশুদের সংখ্যা দিনাজপুরেও কম নয়। আজ মিল, কলকারখানার বিভিন্ন কাজে শিশুরা হাড়ভাঙা শ্রম দিচ্ছে এমন কয়েকটি প্রতিষ্ঠানের কথা তুলে ধরেন। মো. নাসিম জানান, শিশুরা যাতে তাদের অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে সেই দিকে সকলের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনমত গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে পায়ে হেঁটে দেশ ভ্রমণে বের হয়েছেন। পায়ে হেঁটে ১৩০ দিনের দেশভ্রমণে প্রশাসন, ব্যবসায়ী, সমাজ সচেতন মানুষ, শিল্পপতি, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলবেন।পায়ে হেঁটে দেশভ্রমণ শেষে একটি প্রতিবেদন তৈরি করে আনুষ্ঠানিকভাবে তা মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শ্রমমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছে দেয়ার ইচ্ছে পোষণ করেছেন।তিনি জানান, তার সঙ্গে দেশের আরো ৪টি জেলার মোট ৮ জন সফর সাথী হতে ইচ্ছা প্রকাশ করেছে। এর মধ্যে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আতিকুজ্জামান ও তৌহিদুর রহমান রয়েছে। এছাড়াও পাবনা, কুষ্টিয়া, রাজশাহী ও ঢাকা থেকে আরো ৫ জন সাথী যুক্ত হবে। যাত্রা শুরুর সময় সকলের কাছে দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করে নাসিম তালুকদার। এ সময় তার পরিবারের নানী রহমত আরা বেগমসহ মুকিদ হায়দার শিপন, দিনাজপুর ৩৬০ প্রতিনিধি তাইফ খান, আনোয়ার শাহাদাত মানিক (দিনাজপুরের আলো), দিনাজপুর সরকারি মহিলা কলেজের রোভার স্কাউট মেহেনাজ মুন্নি, আদর্শ মহাবিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. মোসাদ্দেক হোসেন ও দিনাজপুরের আলোর সদস্য মো. রায়হান কবির উপস্থিত ছিলেন। এমদাদুল হক মিলন/এসএস/এমএস