প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বরগুনায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে মারধর করেছে বখাটেরা। সোমবার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার গর্জনবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শী ও কিশোরীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গর্জনবুনিয়া গ্রামের বখাটে নুর আলম প্রায়ই ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। এ বিষয়ে নুরুল আলমের পরিবার ও এলাকার গণ্যমান্যদের কাছে নালিশ করেও কোনো প্রতিকার পাননি মেয়েটির বাবা-মা। সোমবার সন্ধ্যায় কোচিংয়ে যাবার পথে বখাটে নুর আলম ও তার দুই সহযোগী সবুজ ও সজিব মিলে কিশোরীর উপর হামলা করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় ওই কিশোরীকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। মিরাজ/এআরএ/এসআইএস