বিপিএলের শেষ রাউন্ড রোববার। শেষ দুটি ম্যাচ শেষ হলেওই কেবল বলা যাবে, শেষ চারে যাচ্ছে কে। ঢাকা ডায়নামাইটস আগেই শেষ চারে জায়গা করে নিয়েছে। বাকি তিন দল কে হবে সেটাই এখন নির্ধারণের বাকি। বরিশাল বুলস আজ হেরে যাওয়ার কারণে কুমিল্লাকে নিয়েই তারা বিদায় নিয়েছে। অপর দিকে জয়ের ফলে রংপুর রাইডার্স সম্ভাবনা টিকিয়ে রেখেছে। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং হেরে এবং রাজশাহী জেতার কারণে হিসাব-নিকাশ জটিল হয়ে পড়েছে। রাজশাহী একে তো নিজেদের সম্ভাবনা টিকিয়ে রেখেছে, অরপরদিকে খুলনা, রংপুরের সামনেও হিসাব জটিল করে তুলেছে। শেষ দিন খুলনা এবং রংপুর জিতলে বিদায় নেবে রাজশাহী। এ দু’দলের যে কোন একটি দল হেরে গেলেই বিদায় নিশ্চিত।বিপিএলের পয়েন্ট টেবিল
দল
ম্যাচ
জয়
হার
পয়েন্ট
রান রেট
ঢাকা ডায়নামাইটস
১১
৬
৩
১৬
+১.০৬৭
চিটাগাং ভাইকিংস
১২
৬
৬
১২
+০.২৩৩
রাজশাহী কিংস
১২
৬
৬
১২
+০.২০৮
রংপুর রাইডার্স
১১
৬
৫
১২
-০.০৮৮
খুলনা টাইটান্স
১১
৬
৫
১২
-০.২৯৩
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১১
৪
৭
৮
-০.৪১৩
বরিশাল বুলস
১২
৪
৮
৮
-০.৬৮৮
আইএইচএস/এনএইচ/আরআইপি