দেশজুড়ে

এনা পরিবহনের বাসচাপায় চার অটোরিকশা যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এনা পরিবহনের বাসচাপায় চার অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার শশই এলাকায় বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী অপর একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই অটোরিকশার চালক ও দুই আরোহী নিহত হন।পরে হাসপাতালে  নেয়ার পথে আরেক নারী আরোহী নিহত হন। আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস