জাতীয়

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হয়েছে। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে এ মেলা।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত। এবারের মেলায় স্টল রয়েছে ৫৯টি।  মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ কমিশনে পাওয়া যাচ্ছে। এছাড়া মেলায় টুপি, আতর, জায়নামাজ, হ্যান্ডিক্রাফট ও ইসলামী ক্যালিগ্রাফিসহ ইসলামী ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী রয়েছে।এইচএস/এএইচ/পিআর