জাতীয়

বোমার স্প্লিন্টারেই মৃত্যু আত্মঘাতী নারীর

হাতে তৈরি দেশীয় বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন আশকোনার আত্মঘাতী অজ্ঞাত সেই নারী (৩৫)। বোমার আঘাতে তার নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন হয়ে গেছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।রোববার ময়নাতদন্ত শেষে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ।তিনি জানান, ওই নারী অজ্ঞাত হওয়ায় তার ডিএনএ নমুনা হিসেবে হাত ও উরুর নমুনা এবং ভিসেরা নমুনা রাখা হয়েছে।উল্লেখ্য, শনিবার মধ্যরাত থেকে দক্ষিণখানের আশকোনার পূর্বপাড়ার ৫০নং বাসাটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। পরে সকালের দিকে আত্মসমর্পণের কথা বলা হলে দুই শিশুকে নিয়ে ওই বাসাটি থেকে দুই নারী বেরিয়ে আসেন। এদের মধ্যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জাহিদের স্ত্রী। অন্যজন পলাতক জঙ্গিনেতা মুসার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।পরে আবারো আত্মসমর্পণের কথা বলা হলে এক নারী শিশুসহ বেরিয়ে এসে নিজের শরীরে থাকা গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। এতে ওই শিশুও আহত হয়। আশকোনার ঘটনায় মোট দুইজন নিহত হন।এমইউ/বিএ/জেআইএম