ফিলিপাইনের একটি কারাগার থেকে দেড় শতাধিক বন্দি পালিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়ে এক কারারক্ষীকে হত্যা করেছে। সেসময় দেড় শতাধিক বন্দি জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ওই ঘটনায় এক বন্দি আহত হয়েছে। খবর বিবিসির।দেশটির দক্ষিণাঞ্চলীয় কারাগারটিতে ওই হামলার ঘটনায় ইসলামি জঙ্গি সংগঠনগুলোর হাত রয়েছে বলে সন্দেহ করছে কারা কর্তৃপক্ষ। হামলার সময় প্রায় দেড় হাজার বন্দি ওই কারাগারটিতে ছিল।অস্ত্রধারীরা প্রায় দু’ঘণ্টা ধরে কারাগারে গুলি চালিয়েছে। ওই ঘটনায় পালিয়ে যাওয়া বন্দিদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে পুলিশ। ইতোমধ্যেই ছয় বন্দিকে আটক করা সম্ভব হয়েছে। টিটিএন/আরআইপি