সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা নিজেরা আলোকিত হওয়ার পাশাপাশি দেশকেও আলোকিত করবে বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) কর্তৃক আয়োজিত বিশ্ববদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।সাংবাদিকদের সাহসিকতার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, এটি সাংবাদিকদের বড় গুণ। সমগ্র বিশ্বে সাংবাদিকদের অবস্থান অনেক উঁচু স্থানে। তারা দেশের সরকারের ছায়া সংসদের প্রতিনিধি হিসেবে কাজ করে। এ বুনিয়াদি প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান সাংবাদিকরা তাদের বাস্তব কর্মক্ষেত্রেও কাজে লাগাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।পিআইবির মহাপরিচালক শাহ মো. আলমগীরের সভাপতিত্বে ও পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্মশালার প্রশিক্ষক ও একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা, প্রক্টর আলী আজগর চৌধুরী ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি খ. আলী আর রাজী।পরে উপাচার্য অন্যান্য অতিথির সঙ্গে নিয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। তিনদিনের এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।বুনিয়াদি প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা, তথ্য সংগ্রহ, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সমস্যা, সংবাদকক্ষের সঙ্গে যোগাযোগ, সাংবাদিকদের নীতি নৈতিকতা, সাংবাদপত্রে বাংলা ভাষার ব্যবহার, রিপোর্ট লেখার কৌশলসহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়াদি প্রশিক্ষণ দেয়া হয়। আবদুল্লাহ রাকীব/এএম/জেআইএম