গত ৭২ ঘন্টা ধরেই তার চোখে মুখে অন্যরকম খুশির ঝিলিক। দীর্ঘ লালিত স্বপ্ন পুরনের জন্য উন্মুখ অপেক্ষা। অবশেষে টেস্ট ক্যাপ পরলেন তাসকিন আহমেদ। অন্যদিকে তাসকিনের মত চোখে মুখে আনন্দের দ্যুতি না ছড়ালেও শুভাশিস রায়ও অপক্ষোয় ছিলেন, কখন টেস্ট ক্যাপ মাথায় পরবেন।
অবশেষে আসল সে মাহেন্দ্রক্ষণ। আজ সকালে ওয়ার্ম আপ, স্ট্রেচিং, হালকা ফিল্ডিং-ক্যাচিং এবং স্পট বোলিংয়ের পর টেস্ট ক্যাপ পরলেন তাসকিন ও শুভাশিস। তাসকিন নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন। বেসিন রিজার্ভের সবুজ কচি ঘাসযুক্ত পিচ আর দমকা ও পাগলা বাতাসের মিশেলে তৈরি সীমিং কন্ডিশনে টেস্ট অভিষেক। আর ক্যাপ পরলেন জীবন কিংবদন্তী ওয়েস্ট ইন্ডিজ তথা বিশ্ব ক্রিকেটের সব সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশের হাত থেকে। প্রথমে বোলিং কোচ তাসকিনকে ক্যাপ পরান। আর শুভাশিসকে ক্যাপ পরিয়ে দেন মূলতঃ অধিনায়ক মুশফিকুর রহীম। এ সময় হোড কোচ চন্ডিকা হাথুরুসিংহে তার পাশেই ছিলেন। এআরবি/আইএইচএস