বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বজ্রমোহনে অস্ত্রের মুখে তুলে নিয়ে এক কলেজছাত্রীকে (১৮) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রাজিব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে গ্রেফতার রাজিব একই এলাকার মোশারফ সরদারের ছেলে। মামলার অন্য আসামিরা হলো- সফিপুর ইউনিয়নের আলমগীর সিকদারের ছেলে শফিকুল ইসলাম শুভ ও মতিয়ার রহমানের ছেলে ইমন। এর আগে দুপুরে ওই কলেজছাত্রী বাদী হয়ে তিন যুবককে আসামি করে একটি মামলা করেন। মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান এজহারের বরাত দিয়ে জানান, গত সোমবার রাতে প্রকৃতির ডাকে বাইরে গেলে আলমগীর সিকদারের ছেলে শফিকুল ইসলাম শুভ, মতিয়ার রহমানের ছেলে ইমন ও মোশারফ সরদারের ছেলে রাজিব ওই ছাত্রীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এরপর তাকে লেচু মিস্ত্রির বাড়ি নিয়ে রাতভর তারা পালাক্রমে ধর্ষণ করে। সকালে ওই ছাত্রীকে সহিদুল সরদারের বাড়ি নিয়ে যাওয়া যায়। সেখানে দুপুর ১২টা পর্যন্ত তাকে আটকে রাখে। পরে ছাত্রীর মা লোকজন নিয়ে সহিদুলের বাড়ি থেকে তাকে উদ্ধার করে। মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ধর্ষিতা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি রাজিবকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।সাইফ আমীন/এআরএ/এমএস