জাতীয়

আখেরি মোনাজাতের প্রস্তুতি শুরু

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫২তম বিশ্ব ইজতেমার সমাপ্তি হতে যাচ্ছে আজ। সকাল ৮টা ২০ মিনিটে হেদায়েতী বয়ান শুরু হয়েছে। ইজতেমার শীর্ষ মুরুব্বী দিল্লীর হযরত মাওলানা মোহাম্মদ সা’দ হেদায়েতী বয়ান শুরু করেছেন। এর আগে ইজতেমার  মুসল্লিদের উদ্দেশে দিক নির্দেশনা মূলক সংক্ষিপ্ত বয়ান করেন বাংলাদেশের মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম।হেদায়েতী বয়ান শেষ হলে বেলা ১১টায় দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইজতেমার শীর্ষ মুরুব্বী মাওলানা প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন। আর এ মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমার সকল পর্ব। এ পর্বেও আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ।আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিগণ ইজতেমা ময়দানের দিকে আসছেন স্রােতের মতো। সকালে মুসল্লিদের এস্রোত আরো বাড়তে থাকে। ইজতেমা ময়দানের আশপাশে এবং ঢাকা-ময়মনসিংহ ও আব্দুল্লাহপুর- আশুলিয়া সড়ক শুধু সাদা পাঞ্জাবি আর সাদা টুপির মুসল্লিদের ঢল লক্ষ্য করা গেছে।আমিনুল ইসলাম/এফএ/এমএস