জাতীয়

দেশের ১৩৮ রেল স্টেশন বন্ধ : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, দেশে মোট ৪৫৯ রেল স্টেশন আছে। তবে জনবল সংকটের কারণে ১৩৮ স্টেশনের কার্যক্রম আংশিক/সম্পূর্ণ বন্ধ রয়েছে। সোমবার জাতীয় সংসদে বেগম পিন খানের (মহিলা আসন-২৩) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।  রেলমন্ত্রী বলেন, ইতোমধ্যে সহকারী স্টেশন মাস্টার পদে ২৬৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ১৩৯ জনকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন স্টেশনে পদায়ন করা হয়েছে। বাকি ১২৮ জনের প্রশিক্ষণ এপ্রিলে শেষ হবে।  এইচএস/এএইচ/আরআইপি