পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু বকর সিদ্দিকের কাছে তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পটুয়াখালী জেলা আওয়ামী লীগের অর্থ-বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন আকন এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আমির হোসেন মোল্লা। উল্লেখ্য, ২০১৬ সালের ২ জুলাই উপজেলা চেয়ারম্যান আলহাজ আহসান কবির চাঁনের মৃত্যুতে পদটি শূন্য হলে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আগামী ৬ মার্চ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জমাকৃত মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা কর্তৃক শুক্রবার বাছাই এবং ১৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ। মহিব্বুল্লাহ্ চৌধুরী/এআরএ/জেআইএম