শরীয়তপুর গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের কোদালপুর মোড়ের বাজার থেকে ট্রাক বোঝাই ৫০ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাছ বহনকারী ওই ট্রাকের চালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত তিনটার দিকে এসব জাটকা জব্দ করা হয়। আটক শিপন খান গোসাইরহাট উপজেলার কোদালপুর গ্রামের আব্দুল গফুর খানের ছেলে।গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, বৃহস্পতিবার রাত তিনটার দিকে কোদালপুর মোড়ের বাজার থেকে ৫০ মণ জাটকাসহ বহনকারী ট্রাক ড্রাইভারকে আটক করি। পরে শুক্রবার সকালে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা, বিদ্যালয় ও মাদরাসার গরিব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।ছগির হোসেন/এফএ/এমএস